ইসরাইলে ইরানের হামলা। ইসরাইল পাল্টা হামলার ঘোষনা দিয়েছে। ইসরাইল কে সাপোর্ট করে আমেরিকা। আর আমেরিকার বিপরীত অবস্থানে থাকে রাশিয়া। এইসব থেকেই একটা সময় মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ হবে।
মালহামা মানে শরীর থেকে গোসত আলাদা হওয়া মানে পারমাণবিক যুদ্ধ। হাদিসে এসেছে ইমাম মাহাদী আত্মপ্রকাশ এর আগে মালহামা হয়ে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে। এক ভাগ যুদ্ধের জন্য আরেক ভাগ মহামারীতে। আর টেকনোলজি নষ্ট হয়ে যাবে। হাদিসে এসেছে যখন জেরুজালেমের উত্থান হবে আর মদিনার পতন হবে তখন মালাহামা হবে। গাজায় ফিলিস্তিনের উপর নির্মম নির্যাতন আর মসজিদুল আকসা ভেঙে থার্ড টেম্পল করতে চাওয়া, এইগুলোর কারনে জেরুজালেম এখন মুসলিমদের আলোচনার প্রধান বিষয়। হয়ত এটাকে বলা হয়েছে জেরুজালেমের উত্থান। সৌদিতে সিনামা হল চালু, মদের বার চালু, বিদেশি গায়ক গায়িকদের কনসার্ট বিভিন্ন হারাম কাজ কে বৈধতা দেওয়া হয়ত এটাকে বলা হয়েছে মদিনার পতন।
হাদিস অনুযায়ী ইমাম মাহদীর আত্মপ্রকাশ সন্নিকটে। আর ইমাম মাহাদী আত্মপ্রকাশ এর আগেই মালহামা হয়ে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে। টেকনোলজি নষ্ট হয়ে যাবে। কিতাব আল ফিতানের একটি হাদিস তুরস্কের সাম্রাজ্যের পতনের ১০৪ বছরের মাথায় ইমাম মাহাদী কে ঘিরে মানুষ ভীর করবে আর সেটা হবে অনারবিয় হিসেবে মানে সৌরবর্ষের হিসেবে। তুরস্কের সাম্রাজ্যের পতন ঘটে ১৯২৪ সালে এর সাথে ১০৪ যোগ হলে হয় ২০২৮।
ইমাম মাহাদী আত্মপ্রকাশ এর আগে সৌদিতে আইয়ামে জাহেলিয়াতের যুগ ফিরে আসবে। সৌদিতে এখন সিনামা হল চালু, মদের বার চালু, বিদেশি গায়ক গায়িকাদের কনসার্ট সহ বিভিন্ন হারাম কাজ কে বৈধতা দেওয়া হয়েছে। সৌদি সবুজ হয়ে যাওয়া, মরুভূমিতে বরফ পড়া এইগুলোর শেষ জামানায় ঘটবে বলা হয়েছে। সামনের যেকোনো বছর মালহামা হলে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে যুদ্ধে আর মহামারিতে।
সবাই আমল সুন্দর করেন। আল্লাহর কাছে কেউ বেনামাজী অবস্থায় যায়েন না। ঈমান থাকার কারনে মাফ পেলেও অনন্তকালের জন্য জান্নাতুল ফেরদাউস হারাবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারাই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যারা নিজ নিজ নামাজের প্রতি যত্মবান।